জাতীয়

একুশে বইমেলার উদ্বোধন ১ ফেব্রুয়ারি

  প্রতিনিধি 30 January 2025 , 5:59:15 প্রিন্ট সংস্করণ

আগামি ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ওই দিন বিকেল ৩টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ মূল প্রতিপাদ্য নিয়ে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ১১টায় বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

মেলা কমিটির সদস্যসচিব সরকার আমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে, তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহিরপথ এবার একটু সরিয়ে মন্দির-গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে চারটি প্রবেশ ও বাহিরপথ থাকবে। নামাজের স্থান,ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ