অর্থ ও বাণিজ্য

চাঁদপুরে চাকুরিজীবী খাতে জনতা ব্যাংকের ৪৫ কোটি টাকা ঋণ বরাদ্দ

  প্রতিনিধি 30 January 2025 , 6:04:46 প্রিন্ট সংস্করণ

চাঁদপুরে জনতা ব্যাংকের ১৭ শাখায় চাকুরিজীবী খাতে চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪৫ কোটি টাকা ঋণ বরাদ্দ রয়েছে। ব্যাংকের ভাষায় ইহাকে চাকুরিজীবী ঋণ বলা হয়।

এ অর্থ বছরে ২০২৪-২৫ বেসকারি স্কুল,মাদ্রাসা, কলেজ শিক্ষক-কর্মচারী ও সরকারি প্রাথমিক শিক্ষকদের পারিবারিক আচার-অনুষ্ঠান,আর্থিক অবস্থার উন্নয়ন,সাময়িক আর্থিক সমস্যা নিরসন,সন্তান-সন্তানাদির বিয়ে ইত্যাদির জন্যে শিক্ষক-কর্মচারীরার্ ঋণের আবেদন করে থাকেন। জনতা ব্যাংক চাকরিজীবী খাতের বরাদ্দ থেকে এ ঋণ প্রদান করে থাকে ।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি চাঁদপুর জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের একজন সিনিয়র কর্মকর্তার দেয়া তথ্যে এ বিষয়টি জানা গেছে।

প্রাপ্ত তথ্যে মতে, চাঁদপুর জেলার জনতা ব্যাংকের ১৭ টি শাখায় জানুয়ারি ২০২৫ সালে চাকরিজীবী খাতে চলতি বছরের ওই বরাদ্দ থেকে জানুয়ারি হতেে এপ্রিল পর্যন্ত ৫শ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ১৯ কোটি ৯৫ লাখ টাকা বিতরণ করেছে ।

প্রতি গ্রাহককে ১৩ % সরল সুদে ৬০ মাসের মধ্যে প্রতি মাসের কিস্তিতে ওই টাকা পরিশোধ করার বিধি রয়েছে। যে কোনো চাকরিজীবী গ্রাহক প্রতিমাসের বেতনের ১২ গুণ সম-পরিমাণ টাকা ঋণের জন্যে আবেদন করতে পারেন। একজন গ্রাহক সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এ ঋণ গ্রহণ করতে পারে।

চাঁদপুর জনতা ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার গণমাধ্যমকে বলেন,‘জনতা ব্যাংকের এ স্কীমটি চাকুরিজীবীদের জন্যে একটি মাইলফলক। পারিবারিক নানাবিধ অর্থনৈতিক সার্পোট নেয়ার মত এটি একটি চমৎকার সুযোগ। ব্যাংক জামানতবিহীন একজন গ্রাহককে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

বিশেষ করে অস্বচ্ছল বেসকারি স্কুল,মাদ্রাসা,কলেজ শিক্ষক-কর্মচারী ও সরকারি প্রাথমিক শিক্ষক চাকুরিজীবদের জন্যে এ স্কীমটি খুবই সহায়ক ভূমিকা পালন করছে।’সহজেই ব্যাংকের এ খাতে শতভাগ ঋণ আদায়ও সম্ভব।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ