কচুয়া

কচুয়ার পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

  প্রতিনিধি 1 February 2025 , 10:23:41 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৮৩নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) দুপুরে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিজি হাসপাতালের সহকারি রেজিস্টার মোঃ আসাদুজ্জামান ভূইয়া (মানছুর)।উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিজন কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির,কচুয়া রিসোর্স সেন্টারের কর্মকর্তা জাকির হোসেন,পালগিরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তর প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সমাজসেবক ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির, সমাজসেবক শাহ জাহান বিএসসি, বি এন পির নেতা ডাঃ মুকবুল হোসেন, বি এন পির নেতা কবির হোসেন, বি এন পির নেতা ও সমাজ সেবক আক্তার মিয়া, বি এন পির নেতা মাহবুব ভূইয়া উপস্থিত বি এন পির ও যুবদলের নেতারা।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা উপস্থিত ছিলেন।বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ