শিক্ষাঙ্গন

কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন কচুয়ার সাজিয়া আফরিন

  প্রতিনিধি 28 January 2025 , 12:23:53 প্রিন্ট সংস্করণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী সাজিয়া আফরিন এবছর কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন। তার এ সাফল্যে খুশি পরিবার তথা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সাজিয়া আফরিন দোয়াটি গ্রামের অধিবাসী ও ওই কলেজের প্রভাষক মোহাম্মদ বিল্লাল হোসেন ও রাশিদা আক্তারের মেয়ে। সাজিয়া আফরিন বিজ্ঞান বিভাগে ২০২৪ সালে এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এর আগে সে ২০২২ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

এ ব্যাপারে পালাখাল রোস্তম আলী ডিগ্রি (কলেজের) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, সাজিয়া আফরিনের সাফল্যে আমরা আনন্দিত। তার এ সাফল্যের পেছনে কলেজের বর্তমান গভর্নিংবডির সভপতি, মান্যবর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। এদিকে সাজিয়া আফরিন ভবিষ্যতে গর্বিত ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে সকলের দোয়া প্রার্থী। তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজ গভর্নিং বডিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জানুয়ারি ২০২৫

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ