এ ব্যাপারে পালাখাল রোস্তম আলী ডিগ্রি (কলেজের) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, সাজিয়া আফরিনের সাফল্যে আমরা আনন্দিত। তার এ সাফল্যের পেছনে কলেজের বর্তমান গভর্নিংবডির সভপতি, মান্যবর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে। এদিকে সাজিয়া আফরিন ভবিষ্যতে গর্বিত ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে সকলের দোয়া প্রার্থী। তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজ গভর্নিং বডিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জানুয়ারি ২০২৫