প্রতিনিধি 9 June 2025 , 9:00:07 প্রিন্ট সংস্করণ
কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নে সমাজ উন্নয়ন মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ জুন ২০২৫ কচুয়া উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিূদ্যালয়ে ১০ নং গোহট উত্তর ইউনিয়নে সমাজ উন্নয়ন মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ডাঃ আমিনুল ইসলাম।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আজিজুল ইসলাম।
সভায় বক্তারা সমাজ উন্নয়নে নাগরিক-প্রশাসনের পারস্পরিক সহযোগিতার কথা এবং উপায়গুলো নিয়ে আলোচনা করেন। প্রশাসনের চেয়েও নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ভাবে যৌথ উদ্যোগে কথা বলা হয়।