প্রতিনিধি 5 June 2025 , 6:37:27 প্রিন্ট সংস্করণ
কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ কচুয়ায় ইজারা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে অবৈধ পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গিয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে কোরবানির পশুর হাট বসিয়েছেন বাজার ইজারাদার বিএনপি নেতা হাজী কবির আহাম্মদ।
সরেজমিন দেখা যায়, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর ও দক্ষিণ দুই পার্শ্বে টেবিল সাজিয়ে গরু বিক্রির হাসিলের অর্থ আদায় করা হচ্ছে। স্থানীয় বিএনপির (মিলন গ্রæপ) গোহট উঃ ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেতা মনির হোসেন মাইক যোগে গরু ক্রেতা বিক্রেতাকে হাসিল দেওয়ার জন্য প্রচার করছে। শত শত গরু ও ছাগল শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ চেয়ে গেছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানে কোরবানির পশুর হাট বসানো নিষিদ্ধ রয়েছে। তা সত্বেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিলে বাজার ইজারাদার অবৈধভাবে এ পশুর হাট বসিয়েছে।
কচুয়া ইউএনও অফিসের সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়,কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ২৬টি পশুরহাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুটি ইজারা বিজ্ঞপ্তিতেই উপজেলার বৃহৎ রহিমানগর বাজার পশুর হাট বাদ দেওয়া হয়। নথিসূত্রে আরও দেখা যায়, রহিমানগর বাজারের ব্যবসায়ী জনাব হাজী কবির আহাম্মদ ১৫ লক্ষ ৮৬ হাজার টাকা বাৎসরিক ইজারা মূল্যে ১৪৩২ বঙ্গাব্দ সনের জন্য ইজারা পেয়েছে। ১৪৩২ সনের বাৎসরিক ইজারা নথিতে রহিমানগর বাজারের পশুর হাট সংযুক্ত নেই। অথচ বেআইনিভাবে প্রতিবছর কোরবানীর পশুর হাট বাজারের ইজারাদার নিয়ন্ত্রণ করে আসছে। যাহার ফলে বছরে সরকারের কয়েক লক্ষ টাকা আর্থিক ক্ষতিসাধন হয়েছে।
এ বিষয়ে রহিমানগর বাজার ইজারাদার জনাব হাজী কবির আহম্মদ বলেন, প্রতিবছর বাজার ইজারার সাথে কোরবানি পশুর হাট সম্পৃক্ত থাকে। তবে এ বিষয়ে আইনি কোন তথ্য বা সার্কুলার দেখাতে পারেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান যে, বাজার ব্যবসায়ী নেতা সাবেক ইউপি চেয়ারম্যান স্থানীয় বিএনপির (মিলন গ্রুপ) নেতা জাহাঙ্গীর আলম ফারুকী ও বাজার ইজারাদারের সিন্ডিকেট উপজেলা প্রশাসনের যোগসাজশে এ অনিয়ম চলছে।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন বিগত বছরের ন্যায় এ বছর রহিমানগর বাজার ইজারা দেওয়া হয়। ইজারার সাথে কোরবানির পশুর হাট সম্পৃক্ত নেই। এলাকার স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে এ পশুর হাট বসানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে কোরবানির পশুর হাট বসানো অনুমতি হয়নি। এই ধরনের অনিয়ম ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। যদিও বাজার ইজারার সাথে পশুর হাট ইজারা দেওয়ার কোন বিধি বিধান আছে কি না তা স্পষ্ট জানাতে পারেননি তিনি।