কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলা এনসিপিতে পদ পেলেন সরকারি প্রাথমিকের শিক্ষক

  প্রতিনিধি 18 June 2025 , 4:17:52 প্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম-সমন্বয়কারীর পদ পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

গত ৪ জুন ২০২৫ এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এর স্বাক্ষরিত ১৩ সদস্যের কচুয়া উপজেলা এনসিপির কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে কচুয়া উপজেলার ১নং রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব’কে যুগ্ম-সমন্বয়কারী করা হয় ।

সম্প্রতি উপজেলা ও জেলাপর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। ইতোমধ্যে বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদস্য পদেও ছিলেন। এবারের ঈদুল আযহা পরবর্তী এনসিপির বিভিন্ন অনুষ্ঠানেও সক্রিয়ভাবে যোগদান করতে দেখা গেছে। কচুয়ায় এনসিপির কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন সরকারি প্রাথমিকের এ সহকারী শিক্ষক।

যদিও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫(১)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনো প্রকারে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না।’ বিধি ২৫(৩)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোনো প্রকার প্রচারণা অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব প্রয়োগ অথবা অংশগ্রহণ করতে পারবেন না।

কচুয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ আহসান হাবিব বলেন,জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ছাত্রদের নতুন দল এনসিপির সাথে সম্পৃক্ত রয়েছি। তাই আমাকে কচুয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদে মনোনীত করেছেন। সরকারি চাকরির কারনে শ্রীঘ্রই এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, কমিটিতে সরকারি প্রাথমিক শিক্ষকের অন্তর্ভূক্তির বিষয়ে অবগত নন তিনি।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘কেউ যদি চাকরি ছেড়ে দিতে চান, সেটা তো ঠেকানোর উপায় নেই। তবে কেউ চাকরিতে থাকা অবস্থায় রাজনীতিতে জড়ালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।’

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন দৈনিক আমার সংবাদকে বলেন,রাজনৈতিক দলের সাথেযুক্ত শিক্ষকের বিষয়টি তদন্ত করে দেখবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ