প্রতিনিধি 20 January 2025 , 12:31:11 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামের অধিবাসী কবির গাজীর ছেলে জিএম রাশেদ। ঢাকার শাহবাগে সে সময়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্য বইয়ে তার ছবি অন্তর্ভূক্তি হয়।
এ ঘটনায় জিএম রাশেদকে পৃথকভাবে সম্প্রতি কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উত্তর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
জানা গেছে, ১৬ জুলাই থেকে ঢাকার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে কচুয়ার উজানী গ্রামের কবির গাজীর ছেলে ঢাকায় কর্মরত সিকিউরিটি গার্ড (কেয়ার টেকার) রাশেদ গাজী (১৯)। চাকুরীর ফাঁকে সরাসরি রাজপথে থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। ৩ আগস্ট শাহবাগে ছাত্রজনতার আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার বুকে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক’ ছবিটি সম্প্রতি এনসিটিবি কতৃক প্রকাশিত ইংরেজি পাঠ্যবইয়ে অর্ন্তভূক্তি হয়।
জি এম রাশেদ জানান, আর্থিক সংকটের কারণে চাকুরিতে থাকা অবস্থায় মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার ও শেখ হাসিনার মতো স্বৈরাচারের জুলুমের হাত থেকে দেশকে রক্ষা করতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ গ্রহণ করি। প্রতিটি মানুষ যেন মুক্তভাবে মত প্রকাশের অধিকার পায় ও দেশের গণতন্ত্র টেকসই হয় এটাই আমার চাওয়া। তাছাড়া আর্থিক সংকটের কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমার আর্থিক স্বচ্ছলতার জন্য সরকারের কাছে সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জিএম রাশেদ কচুয়ার উজানী মাদ্রাসায় নাহমীর পর্যন্ত পড়ালেখা করে আর্থিক সংকটের কারণে পড়াশুনা বন্ধ করে ঢাকায় একটি বাড়ির কেয়ার টেকারের চাকুরি নেয়।