কচুয়া

ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

  প্রতিনিধি 23 July 2025 , 5:10:56 প্রিন্ট সংস্করণ

চাঁদপুর প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে পুর্বঘোষিত পদযাত্রার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সরকারি কোষাগার থেকে নেওয়া বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করতে হবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্য নেতারা। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। কুশল বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ