রাজনীতি

চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা

  প্রতিনিধি 28 January 2025 , 10:36:30 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই “স্লোগানে এক বিশেষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২৭ জানুয়ারি ২০২৫,চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে “তারুণ্যের বাংলাদেশ কেমন হবে” এই বিষয়বস্তু নিয়ে এ বিশেষ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর অংশ নেয়।

চাঁদপুর সদর উপজেলার রাজনৈতিক দলগুলোর ছাত্রনেতারা একত্রিত হয়ে একই টিমে অংশ নেয় এবং বাকি ৭ উপজেলার বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। এ আয়োজনের মাধ্যমে চাঁদপুর সদরের ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

ভবিষ্যতেও এ ধরনের ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যা তারুণ্যের শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে এমন আশাবাদ ব্যাক্ত করেন উপস্থিত ছাত্রনেতারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ