প্রতিনিধি 6 February 2025 , 10:10:06 প্রিন্ট সংস্করণ
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন সতানন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
৬ ফেব্রুয়ারি ২০২৫ ভোরে উক্ত অভিযানে সোহেল (২২), মাসুদ আলম (২০) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয় ।
পৃথক অন্য একটি অভিযানে একই সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরঝুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো.মেরাজ উদ্দিন (২৬) ও মো. রাজু (২০) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হফাজত হতে ৩৯ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান লে.কমান্ডার,উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, র্যাব-১১, সিপিসি-২ স্বাক্ষরে প্রেরিত ৬ ফেব্রুয়ারির প্রেস রিলিজ” এর মাধ্যমে এ তথ্য জানান।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- গ্রেফতারকৃত আসামী মো.সোহেল (২২) কুমিল্লা জেলার চান্দিনা থানার গজারিয়া গ্রামের আলম সরকার এর ছেলে,মাসুদ আলম (২০) চাঁদপুর জেলার কচুয়া থানার বলরা গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে মো.মেরাজ উদ্দিন (২৬) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের মো.নজরুল ইসলাম এর ছেলে এবং মো.রাজু (২০) একই গ্রামের মো.রেজাউল করিম এর ছেলে।