কচুয়া

কচুয়া উপজেলা সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  প্রতিনিধি 24 June 2025 , 8:50:21 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন ২০২৫ সোমবার সন্ধাায় ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি সরকারি কর্মকমিশন সচিবালয় (পিএসসি) এর সদস্য ডাঃ আমিনুল ইসলাম।

পুলিশের এএসপি মোঃ নবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় ডাঃ আমিনুল ইসলাম বলেন, কচুয়া উপজেলা সমিতি ঢাকা একটি অরাজনৈতিক সংগঠন। এখানে আ.লীগ বিএনপি সহ সকল দলের লোক থাকবে। তবে যারা কালপিট তাদের এ সংগঠনে স্থান নেই। কচুয়ার প্রতিটি ইউনিয়নে মাদক ও ইভটিজিং বন্ধে কাজ করবে এ সংগঠন।তিনি বলেন, ইতোমধ্যে ১০নং ইউনিয়ন ও কচুয়া ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক অনুষ্ঠান করা হয়েছে। কচুয়ায় চাঁদাবাজি ও মাদকবিরোধী কর্মসূচী পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক পুলিশের ডিআইজি (এডমিন) মোঃ ফজলুল করিম,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ মোস্তফা কামাল মজুমদার,অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ মিজানুর রহমান,নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার,সাবেক এমপি ডাঃ শহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ইঞ্জিনিয়ার দেওয়ান মনিরুজ্জামান মানিক, মোঃ রুহুল আমিন চৌধুরী সহ অনেকে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ