প্রতিনিধি 9 July 2025 , 2:19:42 প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন আপন দুই সহোদর।
জানা যায়,গত ১ মার্চ ২০২৫ শনিবার দলটির সদস্য সচিব আখতার হোসেনের সই করা ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির তালিকা দেয়া হয়। ওই কমিটিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী মূখ্য সমন্বয়ক পদে এবং কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদে তারই আপন ভাই মোঃ সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।
নতুন এ দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া দুই ভাইয়ের বিষয়ে এলাকার সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও এনসিপির গঠনতন্ত্রে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কঠোর নির্দেশনা থাকা সত্তেও দুই ভাই কি করে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া দুই ভাইয়ের মধ্যে মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। অপরদিকে তাঁরই আপন ভাই সাইফুল ইসলাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ছাড়াও এনসিপি কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য বাংলাদেশের রাষ্ট্রকাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলোপ করতে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’ এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।