প্রতিনিধি 13 July 2025 , 9:32:28 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-শারীরিক-মানসিক উন্নতির দিকেও শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে বলেছেম সরকারি কর্মকমিশন সচিবালয় পিএসসির সদস্য ডা. আমিনুল ইসলাম।
শনিবার ১২ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টায় উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খেলাধুলার সামগ্রী বিতরণের এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ডা: আমিনুল ইসলাম বলেন,খেলাধুলা, শারীরিক ও স্বাস্থ্যের উন্নতির ধারাবাহিকতা রক্ষার্থে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঢাকায় বসবাসরতদের প্রাণের সংগঠন কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে এবং সমিতির সভাপতি কচুয়ার পথিকৃৎ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ডা: আমিনুল ইসলাম-এর সহয়োগিতায় কচুয়ার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও নামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ হয়েছে। ক্রীড়া সামগ্রী মানুষের শারীরিক ও স্বাস্থ্যের উন্নতিতে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মান উন্নয়নে খেলাধুলার সামগ্রী ভূমিকা অপরিসীম।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র সম্মানিত সভাপতি ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার একে এম সোহেল রানা, কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র সদস্য শাহাজাহান মজুমদার, সমিতির সদস্য ও পাথৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটো, সমিতির সদস্য ও সাবেক ছাত্রনেতা শারফিন হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এমরান কামাল, ৯নং কড়ইযা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, সমিতির সরকারী কর্মকর্তা আব্দুল বারী (বারেক) কচুয়া কলেজ শিক্ষকদের পক্ষে কচুয়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলেমান মেহদী, পালাখাল রুস্তম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, কচুয়ার মাধ্যমিক স্কুল শিক্ষকদের পক্ষে থেকে বুরগী হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, কচুয়ার শিক্ষকদের পক্ষে নিশ্চিতপুর কামিল মাদ্রসার অধ্যক্ষ ফখরুল ইসলাম, কচুয়ার সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সিনিয়ার এএসপি নবীর হোসেন।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিয়াজী, সমীর, অ্যাড. মাহাবুব আলম ছগির ও নুরুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র সম্মানিত সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কচুয়ার ২৪৩টি গ্রামের সচেতন নাগরিকবৃন্দ খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ও কচুয়া উপজেলা সমিতি ঢাকা’র সভাপতি ডা. আমিনুল ইসলাম বলেন শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া-শারীরিক-মানসিক উন্নতির দিকেও শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে। তিনি কচুয়ার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ব্রিজ-কালভার্ট, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন তিনি।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ অবহেলিত কচুয়ার শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কচুয়া উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক প্রতিনিধি ও কচুয়ার বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন সমিতির সভাপতিসহ অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ।